|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফেনী জেলা পরিষদের পক্ষ থেকে ছাগলনাইয়ায় খাদ্য সহায়তা ও সুরক্ষা সামগ্রী বিতরন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ জুলাই, ২০২১
বৈশ্বিক করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে সরকার ঘোষিত সারাদেশে লকডাউন শিথিল করলেও জনজীবনে চলছে নীরব কান্না। তারই ধারাবাহিকতা এই লকডাউন ও পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা ও করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে দিয়েছে সুরক্ষা সামগ্রী। জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ গোলাম মোস্তফা'র সভাপতিত্বে খাদ্য সহায়তা ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নাজমা আক্তার কনা।
ফেনী জেলা পরিষদের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার রবিবার (১৮ জুলাই) বেলা ৩ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা ও সুরক্ষা সামগ্রী তুলে দেন আগত অতিথিবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম মাস্টার, পৌর আ'লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.