|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রামেকে একদিনের মৃত্যুর সংখ্যা ১৬ -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ জুলাই, ২০২১
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু । গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য জানান, মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন ও উপসর্গে নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৬ জনের মধ্যে রাজশাহীর ৯, চাঁপাইনবাবগঞ্জের ২, পাবনার ৩ এবং নাটোর ও কুষ্টিয়ার একজন করে আছেন। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী গণমাধ্যমেকে জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন।
বর্তমানে রামেক হাসপাতালে ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি করা হয়েছে ৫২৭ জন।
এছাড়া গত জুনে ৩৫৪ জনের মৃত্যু হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.