|| ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
একদিনে বরিশালে ১৩ জনের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ জুলাই, ২০২১
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।
নতুন করে ১৫৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮৭ জনের মধ্যে।
শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৯ জন ও করোনা ওয়ার্ডে চারজনের মৃত্যু হয়েছে বলে জানান।
এই হিসেবে উপসর্গের বাইরে ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে বরিশালে একজন, বরগুনায় একজন এবং ঝালকাঠিতে দুজনসহ মোট চারজন করোনা রোগীর মৃত্যু শনাক্ত করা হয়েছে।
যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৭৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বাসুদেব কুমার দাস।
তিনি আরও জানান, মোট আক্রান্ত ২৫ হাজার ২৮৭ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৫০ জন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.