|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শ্রীনগরে টিসিবির পণ্য বিক্রি- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০২১
করোনা পরিস্থিতিতে সাশ্রয়ী মূল্যে শ্রীনগর তিনটি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বৃহস্পতিবার (১৫ জুলাই ) বিকাল সাড়ে ৪টা সময়
শ্রীনগর কলেজ গেইট এলাকায় টিসিবির ট্রাক থেকে পণ্য বিক্রি করতে দেখা গেছে। এসব পণ্য সংগ্রহ করতে সকাল থেকেই সাধারণ মানুষের দীর্ঘ সারি চোখে পড়েছে।
জানা গেছে, ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মশুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করছে টিসিবি। প্রতিকেজি চিনি পাওয়া যাচ্ছে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারছেন। এছাড়া প্রতি কেজি মশুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ পাঁচ লিটার নিতে পারবেন। ছোলা প্রতি কেজি ৫৫ টাকা খেজুর ৮০ টাকা কেজি।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.