|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শেরপুরে মহাসড়ক নয়, যেন ঢেউটিন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০২১
বগুড়ার শেরপুর পৌরশহরের ধুনট মোড় থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার মহাসড়ক নয়, যেন ঢেউটিন। রাস্তার মাঝে কার্পেটিং উঠে ঢেউয়ের সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার আংশকা দেখা দিয়েছে।
বুধবার (১৪জুলাই) দুপুরে মহাসড়কের ধুনট মোড় থেকে উপজেলা পরিষদ পর্যন্ত রাস্তার পশ্চিমাংশে এই চিত্র দেখা গেছে।
এসময় স্থানীয়রা জানান, রাস্তায় দীর্ঘদিন যাবত এ ধরনের উচু-নিচু অবস্থার সৃষ্টি হলেও তা সংস্কারে সংশ্লিষ্টদের কোন নজর নেই। সম্প্রতি কিছু সংস্কার কাজ করা হলেও এগুলো সংষ্কার করা হয়নি। যার ফলে দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে।
শেরপুর শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা আইয়ুব হোসেন জানান, মহাসড়কে উচু-নীচু ঢেউয়ের সৃষ্টি হওয়ায় রিক্সাসহ যানবাহন পারাপার এমনকি চলাচলে বিঘ্ন ঘটছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের শেরপুর ষ্ট্যাক ইয়ার্ডে যোগাযোগ করে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.