|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নোয়াখালীতে দৈনিক অগ্রসরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০২১
বর্নাঢ্য আয়োজনে র্যালি আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বহুল প্রচারিত সরকারি মিডিয়াভূক্ত জাতীয় দৈনিক অগ্রসর পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১১ টায় কোম্পানীগঞ্জের (বসুরহাট) উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালি আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দৈনিক অগ্রসর পত্রিকার বৃহত্তর নোয়াখালী ব্যুরোচীফ এম.এস আরমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ফজলুল করিম, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলম মিরন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক অগ্রসর নোয়াখালী জেলা প্রতিনিধি মোঃ ইউনুছ সিকদার, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার অধিকার জেলা প্রতিনিধি গাজী মোহাম্মদ হানিফ, ভোরের ডাক কোম্পানীগঞ্জ প্রতিনিধি এএইচএম মান্নান মুন্না, খোলা কাগজ কোম্পানীগঞ্জ প্রতিনিধি এহছানুল হক খসরু, দি বাংলাদেশ টুডে কোম্পানীগঞ্জ প্রতিনিধি মোঃ মেছবাহ উদ্দিন, দৈনিক আমার সংবাদ কোম্পানীগঞ্জ প্রতিনিধি ওয়াহিদুর রহমান, ঢাকা প্রতিদিন কোম্পানীগঞ্জ প্রতিনিধি মোঃ নাছির উদ্দীন, দৈনিক লাখো কন্ঠ কোম্পানীগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন, অগ্রসর দাগনভূঞা প্রতিনিধি ইমাম হোসাইন খান, ত্রৈমাসিক অফুরন্ত ম্যাগাজিন সম্পাদক ওমর ফারুক নোয়া, বিশিষ্ট গীতিকার নোমান শিবলু, বিশিষ্ট ব্যবসায়ী শিপন শাহরিয়ার ও খোকন প্রমূখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.