|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পবিত্র ঈদুল আযহা শুভেচ্ছা জানিয়েছে বাহরাইন প্রবাসী আনোয়ার হোসেন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ জুলাই, ২০২১
ফেনী ছাগলনাইয়া উপজেলার ৫ নং মহামায়া ইউপিস্থ ৩ নং ওয়ার্ডের কৃতি সন্তান বাহরাইন প্রবাসী ও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আনোয়ার হোসেন মহামায়া ইউনিয়নবাসি সহ তথা ছাগলনাইয়া উপজেলাবাসি সহ দেশ বিদেশে অবস্থানরত ও বিশ্বের মুসলিম উম্মাহকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
প্রবাসী আনোয়ার হোসেন দৈনিক বাংলার অধিকারকে মুঠোফোনে জানান, বছর ঘুরে আমাদের জীবনে আবার ফিরে এসেছে পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহ বছরে আমাদের জন্য দুটি শ্রেষ্ঠ আনন্দের দিন উপহার দিয়েছেন। এর একটি ঈদুল ফিতর, অপরটি ঈদুল আযহা। দুই ঈদেরই রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির বৈশিষ্ট্যে মণ্ডিত। এর সাথে জড়িত রয়েছে হযরত ইব্রাহিম (আ.) ও ইসমাঈল (আ.) এর মহান ত্যাগের নিদর্শন। এই ত্যাগের মূলে ছিল আল্লাহর প্রতি ভালবাসা এবং তার সন্তুষ্টি অর্জন।
ঈদে ধনী-গরিব নির্বিশেষে সকল মুসলিম উম্মাহর জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক এ কামনা করে প্রবাসী আনোয়ার হোসেন বলেন, পবিত্র এ দিনে আমি মহান আল্লাহর কাছে মহামায়া ইউনিয়ন ও উপজেলাবাসী সহ আমার দলীয় নেতাকর্মী ও বিশ্বের মুসলিম উম্মাহর জন্য উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন পবিত্র এই দিনে আমাদের দেশের সকল মানুষকে ও বিশ্বের মানবজাতিকে করোনা মহামারী ভাইরাস থেকে মুক্তি যেন দেন আল্লাহুম্মা আমিন। সকলকে মাস্ক পরিধান করা ও স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানিয়ে ঈদের শুভেচ্ছা জানান। ঈদ মোবারক।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.