|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় লকডাউন বাস্তবায়নে তৎপর প্রশাসন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ জুলাই, ২০২১
ফেনীর ছাগলনাইয়া উপজেলা আওয়াতাধীন একটি পৌরসভা সহ ৫ টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন উপজেলা প্রসাশন। এই লকডাউনে উপজেলার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখতে অনুরোধ জানিয়ে যাচ্ছেন উপজেলা প্রসাশন। পাশাপাশি চলছে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট কর্তৃক জরিমানা সহ শাস্তি। প্রতিদিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট হোমায়ার ইসলাম কর্তৃক চলছে মোবাইল কোর্ট। জনগনকে সুরক্ষা ও মাস্ক পরিধান করার জন্য উদ্বুদ্ধ করছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ পুলিশ, বিজিবি। তারই ধারাবাহিকতা একাদশ তম লকডাউন বাস্তবায়নের লক্ষ্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রসাশন পাশাপাশি পুলিশ, বিজিবি। রবিবার (১১ জুলাই) ছাগলনাইয়া পৌর শহরে মাস্ক পরিধান না করা, মোটরসাইকেল আরোহী হেলমেট না থাকা, সরকার ঘোষিত নির্ধারিত সময় দোকান পাট বন্ধ না করার জন্য সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট হোমায়রা ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
এসময় ছাগলনাইয়া উপজেলা প্রসাশন, পুলিশ প্রশাসন, বিজিবি প্রশাসনের কর্মকর্তারা বলেন, করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবেলা সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। তারা আরো বলেন, যতদিন করোনা পরিস্থিতি থাকবে ততদিন মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানা ব্যাক্তিদ্ধয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, পুলিশ ও বিজিবি টহল অব্যাহত থাকবে বলে জানান। এসময় সকলকে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে অনুরোধ জানান। মাস্ক পরিধান করুন, স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান সংশ্লিষ্ট প্রশাসন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.