|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শেরপুরে ব্যাংক ম্যানেজারসহ করোনায় আক্রান্ত ১৩ জন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২১
বগুড়ার শেরপুরে এক ব্যাংক ম্যানেজারসহ আরো ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মাঝে ৩ জন নারী এবং বাকি ১০ জন পুরুষ।
শনিবার (১০ জুলাই) বিকাল ৩টার দিকে এ তথ্য জানান শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. মওদুদ আদদানন।
তিনি জানান, শনিবার (১০জুলাই) শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ জনের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এতে ১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়। আর আগের রাতে বগুড়া শজিমেক হাসপাতালে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মাঝে শেরপুর শহরের সোনালী ব্যাংকের ম্যানেজার সিরাজুল ইসলাম রয়েছেন।
এছাড়া বাকিরা হাপুনিয়া মধ্যপাড়া, খন্দকারপাড়া, বিশালপুর, টাউনকলোনী ও হামছায়াপুরের বাসিন্দা।
তিনি আরো জানান এ নিয়ে উপজেলায় সর্বমোট ৬১১ জন করোনায় আক্রান্ত হলেন। যার মাঝে ৫০৬ জন সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১০৫ জন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.