|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বগুড়ার শেরপুরে ঘাতক জামাই এর ছুরিকাঘাতে শশুরের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২১
বগুড়ার শেরপুরে খামারকান্দি ইউনিয়নে জামাই এর ছুরিকাঘাতে শ্বশুর আসাদুল ইসলাম সরকার(৪০) নামের ব্যক্তি খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত আসাদুল ইসলাম সরকার ইউনিয়নের পারভবানীপুর গ্রামের সরকার পাড়ার মৃত ফজলুল হক সরকারের ছেলে। গত বৃহস্পতিবার ৮ জুলাই রাত ৯ টার দিকে পারভবানীপুর আমতলা বাজার এলকায় জামাই সাব্বির হোসেন তার শশুরকে ছুরিকাঘাত করে পালিয়ে জায়।পরে আশপাশে থাকা লোকজন আহত আসাদুল ইসলাম সরকার কে গুরুতর অবস্থায় শেরপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এলাকাবাসী সূত্রে জানাযায়, পারভবানীপুর গ্রামের শাহিন আকন্দের ছেলে সাব্বির হোসেনের সঙ্গে আসাদুলের মেয়ে শিমুর প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রায় এক বছর আগে আসাদুলের মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে সাব্বিরকে বিয়ে করে। কিন্তু আসাদুল মেয়ে-জামাইকে মেনে নেয় নি। বেশ কয়েক বার দরবার করে ৪-৫ মাস পুর্বে আসাদুল জামাই মেয়েকে মেনে নেয়। এর কিছুদিনপর থেকে জামাই সাব্বির হোসেন শ্বশুরের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবী করে। এনিয়ে জামাই- শ্বশুরের বিরোধ চলে আসছিল।বৃহস্পতিবার রাত পৌনে সাড়ে ৮ টার দিকে আসাদুল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আমতলা তিনমাথা নামক স্থানে পৌছালে যৌতুকের টাকা নিয়ে জামাই -শ্বশুরের মধ্যে ঝগড়া শুরু হয়। এসময় জামাই সাব্বির শ্বশুর আসাদুলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করছি। আসাদুলের বুকে ছুরি দিয়ে আঘাতে ১টি চিহ্ন দেখা গেছে। ঘটনার পরপরই জামাই সাব্বির পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.