|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শেরপুরে কোরবানীর পশুর হাট ভেঙ্গে দিলেন এসিল্যান্ড-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ জুলাই, ২০২১
বগুড়ার শেরপুরের বারদুয়ারী কোরবানীর পশুর হাট ভেঙ্গে দিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন।
বৃহস্পতিবার ( ৮জুলাই) তিনি বারদুয়ারী পশুর হাটে গিয়ে আগতদের হাট না লাগানোর অনুরোধ করেন।
এ ব্যাপারে হাট ইজারাদার শুভ জানান, আমরা স্বাস্থ্যবিধি নিশ্চিত করে এই স্থানে হাট লাগাতে চাচ্ছি। কিন্তু প্রশাসন না চাইলে আমাদের করার কিছু নেই।
উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন জানান, উপজেলার হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক বারদুয়ারী পশুর হাট শেরপুর কলেজ মাঠে লাগানোর কথা ছিল। কিন্তু তা অমান্য করে হাট লাগানোয় তা না লাগাতে অনুরোধ করা হয়েছে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ময়নুল ইসলাম জানান, সিদ্ধান্ত মোতাবেক শেরপুর বারদুয়ারী পশুর হাট কলেজ মাঠে বসবে। আজ প্রথম দিন হওয়ায় অনেকে বারদুয়ারী হাটেই গিয়েছিল। তাই তাদের নির্দেশনা দিয়ে হাট সরানোর কথা বলা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.