|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় কর্মহীন পিকাপ চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ জুলাই, ২০২১
করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবেলা সরকার ঘোষিত সারাদেশে কঠোর লকডাউনে গরীব, অসহায়, ছিন্নমূল মানুষের যেন ভোগান্তির শেষ নেই। তারই ধারাবাহিকতা ফেনীর ছাগলনাইয়া গরীব, অসহায়, ছিন্নমূল মানুষদের মানবতার প্রতিচ্ছবি হিসেবে খ্যাত ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। তিনি করোনা ভাইরাসের প্রথম দিন থেকে ব্যক্তিগত অর্থায়নে অসহায়দের পাশে থেকে নগদ অর্থ, খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। শুক্রবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৩ টা উপজেলা পরিষদের প্রাঙ্গনে ছাগলনাইয়া কর্মরত প্রায় দেড় শতাধিক কর্মহীন পিকাপ চালক ও হেলপারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, পিকাপ চালক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম বাচ্চু প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.