|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুরের হাজীগঞ্জে ড্রেজার জব্দ, তহশিলদারের উপর হামলা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ জুলাই, ২০২১
চাঁদপুর হাজীগঞ্জ রাজারগাঁওয়ে ড্রেজার জব্দ করতে গিয়ে সহকারি তহশিলদারের উপর হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে গত বৃহস্পতিবার বিকালে তহশিলদারের উপর হামলার ঘটনা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার ঘটনাস্থলে ছুটে আসেন।
রাজারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদুল হাদীসহ স্থানীয়রা ড্রেজারটি জব্দ করে ও ড্রেজারের পাইপগুলো কুপিয়ে ধ্বংস করে।
এলাকাবাসী দৈনিক বাংলার অধিকার কে জানান, স্থানীয় রাজারগাঁওয়ের সোনা গাজীর ছেলে ড্রেজার ব্যবসায়ী সেলিম মিজি প্রকাশ কেরপা মিজান দীর্ঘ দিন ধরে রাজারগাঁওয়ের বিভিন্ন জমিতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোণ করে আসছিলে।
এ বিষয়ে অভিযোগ করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার স্থানীয় সহকারি তহশিলদার মাসুদকে ড্রেজারটি বন্ধ করার জন্য নির্দেশ দেয়া হয়।
মাসুদ ঘটনাস্থলে ড্রেজারটি বন্ধ করার নির্দেশ দিতে গেলে সেলিম মিজি প্রকাশ কেরপা মিজান দলবল নিয়ে মাসুদের উপর হামলা করে,এবং তার মোবাইল চিনিয়ে নেয় এবং তাকে মারধরের মতো ঘটনা ঘটে।
হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি দৈনিক বাংলার অধিকার কে জানান এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.