|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লৌহজং এর গোয়ালীমান্দ্রায় লকডাউন বাস্তবানের বালাই নেই- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ জুলাই, ২০২১
মুন্সীগঞ্জের লৌহজং এ কঠোর লক ডাউনের মধ্যেও গোয়ালীমান্দ্রায় বসেছে সাপ্তাহিক কবুতর,হাস-মুরগী, ছাগলের হাট।
সরকারী নির্দেশনা অনুযায়ী
দেশ ব্যাপী কঠোর লক ডাউন বাস্তবায়নের নির্দেশনা থাকলেও এখানে বাস্তবায়নের কোন বালাই নেই।
আর এ হাট স্হানীয় প্রশাষনের সহায়তায় চলছে পুলিশের পাহারায়।
এ সময় স্থানীয় সাংবাদিকরা হাটের ভিডিও ফুটেজ ধারন করতে গেলে থানা পুলিশের সামনেই ইজারাদারের লোকজন ও একজন ম্যাজিস্ট্রেট পরিচয়ে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরন করে এবং ভিডিও ধারনে বাধা দেয়।
সরেজমিনে গিয়ে হাটের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় সকাল থেকেই হাজার হাজার লোকজনের উপস্থিতি ও চলছে বেচা কেনা।
এখানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধী মানার ব্যাপারে কারোই কোন আগ্রহ নেই।
এ ব্যাপারে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃহুমায়ুন কবির এর সাথে কথা হলে তিনি বলেন হাট বন্ধের ব্যাপারে কোন নির্দেশনা পাইনি।
তবুও আমি ইজারাদারকে ফোন দিচ্ছি। স্বাস্থ্যবিধী মানার জন্য মাইকিং করা হচ্ছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.