|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আড়াই মাস পরে অক্সিজেন আসলো-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ জুলাই, ২০২১
করোনাভাইরাস মহামারীকালে আড়াই মাস বন্ধ থাকার পর আবার ভারত থেকে অক্সিজেন আমদানি শুরু হয়েছে।
সোমবার সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার সাংবাদিকদের জানান, লিন্ডে বাংলাদেশ নামে এক প্রতিষ্ঠান গত দুদিনে ভারত থেকে ১৯০ মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছে। লিন্ডের প্রতিনিধি জিল্লুর রহমান বলেন, ভারতে করোনার প্রকোপে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় সেদেশের সরকার অক্সিজেনের রপ্তানি বন্ধ করে দেয়। ২১ এপ্রিলের পরে কোনো অক্সিজেনের চালান দেশে আসেনি। ভারতে অক্সিজেন সংকট থাকার কারণে সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশে অক্সিজেন সরবরাহ বন্ধ রাখে। এখন সেখানে চাহিদা কমে যাওয়ায় আবার ভারতীয় সরকার অক্সিজেন রপ্তানিতে সম্মতি দিয়েছে। এখন থেকে প্রতিদিনই ভারত থেকে তাদের কোম্পানির অক্সিজেন আসবে বলে জানান জিল্লুর।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.