|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লকডাউনে অযথা ঘোরাফেরা করায় ১৮ জনকে জরিমানা নাগেরশ্বরী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ জুলাই, ২০২১
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুম।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে লকডাউন উপক্ষো করে অযথা ঘোরাফেরার দায়ে এবং মাস্ক পরিধান না করায় ১৮ জনকে মামলা দিয়ে ৫ হাজার ৭শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে নাগেশ্বরী পৌর শহরের কলেজমোড়, বাসস্ট্যান্ড, কাজী মার্কেট এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুম।
এ সময় নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী নিহার রঞ্জন ব্যানার্জী এবং থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.