|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মহেশখালীতে ছাগলের ধান খাওয়া নিয়ে হামলা নারী পুরুষ-শিশুসহ আহত-৪-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ জুলাই, ২০২১
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের পশ্চিম চিকনি পাড়া গ্রামে ছাগলে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে স্থানিয় দুই পরিবারের লোকের মধ্য রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাগল চরাতে যাওয়া এক শিশু আহত হয়েছে। ১ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যার সময় এ হামলার ঘটনা ঘটে।
অপরদিকে ফের উক্ত ঘটনার জের ধরে ২ জুন (শুক্রবার) দুপুর ১২টার সময় আহত শিশুর পিতা মোহাম্মদ হোছাইন স্থানিয় পাশ্ববর্তী কালারমারছড়া চিকনি পাড়া গ্রামের আবু তাহেরকে তার ছেলেকে মারধরের কারণ জানতে চাইলে
এ নিয়ে দু'জনে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি হয়।
পরে মাওঃ আবু তাহেরের
নেতৃত্বে রাশেদ, মোস্তফা, হোবাইত
দা কিরিচ নিয়ে আবারও হামলা চালায়। এতে নারী,পুরুষ শিশুসহ ৬ জন আহত হয়।
আহতরা হলেন, কালারমারছড়া পশ্চিম চিকনি পাড়া গ্রামের মনজুর আহমদের পুত্র, মোহাম্মদ হোসাইন (৪০),তার মেয়ে রুকিয়া বেগম (৩৬), মোস্তাফা খানম লাকি (১৬),আঁখি মনি (১৪) তাজকিয়া আক্তার (১১), ছেলে সাইফুল ইসলাম বাপ্পি ( ৯)।
আহতদের স্থানিয় লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানিয় হাসপাতালে ভর্তি করেছেন।
এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হাই বলেন, হামলার বিষয়ে কেউ অভিযোগ করলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.