|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গোপনে সহায়তা দিয়ে আসছে জেলা ও উপজেলা প্রশাসন: কাজি মোঃ আব্দুর রহমান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ জুলাই, ২০২১
সারাদেশে ১লা জুলাই থেকে সরকার ঘোষিত বিধি নিষেধ বাস্তবায়নে নেত্রকোণাতেও চলছে কঠোর লকডাউন।[video width="640" height="368" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2021/07/received_348802139986701.mp4"][/video]
সারা জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৪৭১ জন হোম কোয়ারেন্টাইনে আছে এবং চিকিৎসাধীন আছে ৪ জন।সার্বক্ষনিক একটি ফ্রি এ্যম্বুলেন্স সহ জেলায় মোট ৩৭৯ টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। ঘরে নিন্ম আয়ের মানুষ যেন না খেয়ে থাকে সে লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসন তাদেরকেও গোপনে সহায়তা দিয়ে আসছে বলে জানান, কাজি মোঃ আব্দুর রহমান,জেলা প্রশাসক, নেত্রকোণা।
[video width="640" height="368" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2021/07/received_166658778782497.mp4"][/video]
এসময় তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যাপ্ত পরিমাণে করোনা মোকাবেলায় ত্রাণ এর ব্যাবস্থা করেছেন, আরও যদি প্রয়োজন হয় তবে তা বৃদ্ধি পাবে।
এবারের লকডাউন বাস্তবায়নে ১লা জুলাই থেকে আজ (৪জুন) পর্যন্ত ১০টি উপজেলায় ২০ জন ও জেলা সদরে ১৩ জন সহ ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫টি সেনাবাহিনীর টিম, ৩টি বিজিবির টিম মাঠে কাজ করছে। প্রস্তুত রয়েছে র্যাব।
মাস্ক পরা নিশ্চিত সহ সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি ও হাটবাজারের উপর চলমান নিষেধাজ্ঞা প্রতিপালনে তৎপর রয়েছে জেলা প্রশাসন।
সরকার আরোপিত বিধি নিষেধ অমান্য করায় ১ জুলাই থেকে আজ (৪ জুলাই) পর্যন্ত তিনদিনে জেলায় ৩৯৬টি মামলায় ৪৬৪ জনের নিকট থেকে ৩ লক্ষ ৪ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ বেলা ১১টায় জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সাংবাদিক সন্মেলনে সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান।
বিজ্ঞাপন
এসময়, স্থানীয় সরকারের উপ-সচিব জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনির হোসেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সন্মেলনে জেলার স্বাস্থ্যখাত, আসন্ন ঈদে বাজার ব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে মত বিনিময়কালে করোনা মোকাবেলা ও লকডাউন বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.