সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বৈশ্বিক করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে সরকার ঘোষিত সারাদেশে চলছে কঠোর লকডাউন। এই লকডাউনে হত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে দেখা দিয়েছে চরম আতংক। এই আতংক ঠেকাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা ও করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে দিয়েছে সুরক্ষা সামগ্রী। তারই ধারাবাহিকতা শনিবার (৩ জুলাই) দুপুর ১ টা ছাগলনাইয়া ডাকবাংলো প্রাঙ্গনে হতদিরদ্র জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন জেলা পরিষদ। পৌরসভার ৫,৬,৮ নং ওয়ার্ডের মোট (৩০ জন) হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা ও সুরক্ষা সাগ্রী তুলে দেওয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ মোস্তফা, জেলা পরিষদের নির্বাহী আবু দাউদ গোলাম মোস্তফা, সহকারী প্রকৌশলী আবদুর রহমান চৌধুরী, সদস্য আক্তার হোসেন স্বপন, মোঃ সফিকুল ইসলাম মহিম ও কাজী ওমর ফারুক।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মোশারফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মজুমদার রানা, মহামায়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, জামাল আহমেদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী জিয়াউল হক রুবেল সহ আরো অনেকেই।
জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার জেলা পরিষদের পক্ষ থেকে ছাগলনাইয়া উপজেলায় মোট ৭০০ জন হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে পর্যায়ক্রমে।