আষাঢ় মাস চলমান বৃষ্টির নতুন পানিতে থই থই করছে চারদিক।
আপর দিকে দুঃখ দূর্দশা
শেষেই হচ্ছে না বিদ্যানন্দ ইউনিয়ন
বাসির নদী ভাঙ্গন মানুষের।আজ ভয়ঙ্কর ভাবে বিদ্যানন্দ ইউনিয়ন
এর রামহরি মৌজার মফিজল হক এর বাড়িসহ আরো অনেক বাড়ি আবাদি জমি বিলিনের মুখে। এই এলাকার মানুষ গুলোর চোখের
পানি বৃষ্টির মতোই পড়তেছে।
নদী কুলিও এলাকাবাসির আর্তনাদ পরছেইনা কারো নজরে।
একের পর এক বাড়ী, আবাদি জমি,গাছ গাছালী বিলিন হয়ে যাচ্ছে রাক্ষসি তিস্তা নদীর ভূগর্ভে।
সরকারি ভাবে কবে হবে সেই বাজেট? মিথ্যা সান্ত্বনা, অজুহাত আর নদী কুলিও মানুষের দু'চোখের অশ্রু সব যেনো ভিজা গামছায় পরিনত হয়েছে।
এলাকাবাসির আর্তনাত অনেক জনেই আসতেছে দেখতেছে আবার চলেও যাচ্ছে কিন্তু নেই কোনো তথপরতা,নেই কোনো কার্যকারি পদক্ষেপ, এজেনো বেলা শেষে অন্ধকারে মত..............!
পানি উন্নয়ন বোর্ডের সু-দৃষ্টি ও আশুহস্তক্ষেপ কামনা করছি।
মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: