|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রশাসনের কঠোর নজরদারিতে লকডাউন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ জুলাই, ২০২১
ঠাকুরগাঁও পীরগনজে ১/২ জুলাই শক্ত অবস্থানে লক ডাউন চলছে।আর এ লকডাউনে কঠোর নজরদারী ও অভিযান অব্যাহত রেখেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম,পীরগঞ্জ এসপি সার্কেল,পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়,এসিল্যান্ড,আনসার ভিডিপি,সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী টহলে রয়েছে।শহরের প্রায় সব দোকান পাট বন্ধ ছিল।
সরেজমিনে দেখা যায়,পীরগঞ্জ পৌর শহরের রাস্তায় প্রধান সড়কে চেকপোস্ট বসানো হয়েছে এবং এর ফলে বিভিন্ন যানবাহন ও সাধারণ মানুষের যাতায়াত কমে গেছে।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায় বলেন দেশের চলমান কোভিড-১৯ এর প্রকোপ বৃদ্ধি হওয়ায় সরকার করোনা ভাইরাস সংক্রমণের তীব্র প্রতিরোধে সারা দেশে লকডাউন ঘোষণা দেন।আর এ লকডাউন মেনে চলতে হবে দেশকে করোনা ভাইরাস মুক্ত করতে সকলের স্বাস্থ্য বিধি মেনে চলা উচিত।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.