|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে লকডাউন বাস্তবায়নের লক্ষে প্রশাসনের কঠোরতা অবলম্বন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ জুলাই, ২০২১
মুন্সীগঞ্জে কোভিড ১৯ (করোনা ভাইরাস) মোকাবেলায় রাষ্ট্রীয় প্রজ্ঞাপন অনুযায়ী সরকার ঘোষিত সারা দেশে ৭ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষে মাঠে নেমেছে জেলা ও উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী ।
বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে
পুলিশ কুচিয়ামোড়া টোল প্লাজা ও নিমতলা এক্সপ্রেসওয়ে সার্ভিস লেন সহ উপজেলার বিভিন্ন স্থানে চেক পোষ্ট দিয়ে কড়াকড়ি ভাবে লকডাউন বাস্তবায়নে কঠোরতা অবলম্বন করেছে ।
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে ও নিষেধাজ্ঞার ভিতরে থাকা কোন যান বাহন লক্ষ করা যায়নি ।
তবে নিষেধাজ্ঞার আওতার বাহিরে থাকা নিত্য প্রয়োজনীয় পন্যবাহী গাড়ি এ্যাম্বুলেন্স ও দু একটি মোটরসাইকেল ছাড়া পুরোটাই শুন্য ছিলো এই ব্যস্ততম সড়কটি এবং উপজেলার বিভিন্ন স্থানের হাট বাজার গুলোতে রয়েছে কঠোর নজরদাড়ি নিত্য প্রয়োজনীয় মুদী,ফার্মেসি ,শাক, সবজি,মাছ, মাংসের দোকান ব্যতিত অন্য সকল পণ্যের দোকান বন্ধ রয়েছে ।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, আমরা ঢাকা মাওয়া মহাসড়কসহ উপজেলার বিভিন্ন স্থানে চেক পোষ্ট বসিয়ে এবং বিভিন্ন বাজারগুলোতে আমাদের আইনশৃংখলা বাহিনী গিয়ে নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতিত সকল দোকান বন্ধ নিশ্চিত করেছি ।
সরকার ঘোষিত ৭ দিনের লকডাউন বাস্তবায়নের লক্ষে আমাদের আইনশৃংখলা বাহিনী কঠোরতা অবলম্বন করছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.