|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় লকডাউন বাস্তবায়নে উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী’র আহবান- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ জুন, ২০২১
১ লা জুলাই থেকে সারা দেশে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। সরকারের ঘোষিত এ লকডাউন শতভাগ বাস্তবায়ন করতে করনীয় বিষয়ে ছাগলনাইয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বুধবার (৩০ জুন) দুপুরে ছাগলনাইয়া উপজেলা পরিষদে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ১ সপ্তাহের কঠোর লকডাউন মেনে চলতে ও করোনা সচেতনতায় ছাগলনাইয়া উপজেলার সর্ব-সাধারণকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। এসময় তিনি বলেন, করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় আমাদের সকলকে সচেতন থাকতে হবে। তিনি আরো বলেন, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে ছাগলনাইয়া উপজেলার সাড়ে তিন লক্ষ মানুষের পাশে থেকে যেভাবে সেবা দিয়ে আসছি শেষ পর্যন্ত এ সেবা অব্যাহত রাখব ইনশাআল্লাহ। সরকারের ঘোষিত লকডাউন মান্য করতে ছাগলনাইয়া উপজেলার কোন নাগরিকের কোন সহায়তা প্রয়োজন হলে তিনি সহযোগিতার হাত বাড়াবেন বলেও আশ্বস্ত করেন। একই সাথে লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা আ'লীগের মহিলা বিষয়ক সম্পাদক রাহেলা আক্তার স্বপ্না, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সাবেক সভাপতি মোঃ আবুল হাসান, সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু, সহযোগী সদস্য সাখাওয়াত হোসেন, সেপাল নাথ, সাইফুল করীম খন্দকার মিলন প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.