|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কলমাকান্দা থানার বিশেষ অভিযানে ডিজিটাল জুয়ারী আটক; দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ জুন, ২০২১
কলমাকান্দা থানার বিভিন্ন এলাকায় একের পর এক অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও আসামি গ্রেফতার করে অল্প সময়েই উপজেলায় অপরাধ ধমনের পাশাপাশি জনগণের আস্তা ও প্রসংশা কুড়িয়েছেন কলমাকান্দা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ।
তারই ধারাবাহিকতায় আজ (২৯জুন) এসআই, নজরুল ইসলাম, এসআই লাভলু আহমেদ, এএসআই বিপুল রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লেংগুড়া বাজারে অভিযান চালিয়ে ডিজিটাল জুয়ার আসর থেকে তিন জুয়ারিকে গ্রেফতার করেছে কলমাকান্দা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ১। রবিউল ইসলাম(২৯), পিতা- আঃ মান্নান ২। শ্রী তাপস সাহা (২৬), পিতা-স্বর্গীয় আরাধন সাহা, সাং-লেংগুরা বাজার এবং ৩। মোঃ মোস্তফা (২৭), পিতা-অজু রহমান, সাং-ফুলবাড়ী, সর্বথানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোণা। এসময় জুয়ার আসর থেকে টাকা ও ডিজিটাল জুয়ার সঞ্জাম উদ্ধার করা হয়েছে। নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ।
গ্রেফতারকৃতদের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ। অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভারপ্রাপ্ত এই কর্মকর্তা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.