আল-আমিন,নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ নাজমুল হাসানের বিরুদ্ধে ১০ হাজার টাকা চাঁদাদাবির অভিযোগ এনে ২২ জুন (মঙ্গলবার) মেসার্স সালেহা এন্টারপ্রাইজ, নেত্রকোণা'র স্বত্বাধিকারী মোঃ মাসুদুজ্জামান মাসুদ, মহা-পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা বরাবরে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ তদন্তে ৩০ জুন (বুধবার) উভয় পক্ষকে নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে উপস্থিত থাকার জন্য জানিয়ে ২৭-০৬-২০২১ ইং তারিখে তদন্ত কর্মকর্তা, মামুনুর রশিদ স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন। যাহার স্মারক নং - ৫৮.০৩.০০০০.০১২.২৭.০০১.১৯.৯৮৮।
উল্লেখ্য, ওয়্যার হাউজ ইন্সপেক্টর নাজমুল হাসান মেসার্স সালেহা এন্টারপ্রাইজ, নেত্রকোণা'র প্রতিষ্ঠানে এসে ফায়ার লাইসেন্স এর কথা বলে ১০ হাজার টাকা চাঁদাদাবি করেন। অন্যথায় প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া সহ নানা হুমকি-ধমকি প্রদান করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নেত্রকোণার উপ-সহকারী পরিচালকের সাথে আঁতাত করে ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ নাজমুল হাসান বড় বড় কর্মকর্তার নাম ভাঙিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ফায়ার লাইসেন্সের কথা বলে বেশি টাকা নিয়ে কম টাকা মাসুল(চালান) দিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চাঁদাবাজি করে আসছে বলেও অভিযোগে প্রকাশ করেন। এছাড়াও ইন্সপেক্টর নাজমুল হাসান একজন সরকারি কর্মকর্তা হয়েও অফিস এবং অফিসের বাইরে হাফপ্যান্ট পড়ে ঘুরাফেরা করে পরিবেশ নষ্ট করেন। মেয়েছেলে নিয়ে এলাকায় বসবাস করতে লজ্জাবোধ করেন বলেও অভিযোগ করেন মাসুদুজ্জামান।
এব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ, উপাদাক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকা।