|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নেত্রকোণায় করোনা সংক্রমণ বিস্তাররোধে জেলা পুলিশের সচেতনতামূলক মহড়া- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ জুন, ২০২১
কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ বিস্তাররোধে ২৮ জুন (সোমবার) হতে সারাদেশে চলমান লকডাউন কার্যকর করতে ২৭ জুন সন্ধার পর নেত্রকোণা জেলা পুলিশের সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সির নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল,পিপিএম এর নেতৃত্বে নেত্রকোণা মডেল থানা এলাকায় সচেতনতামূলক মহড়াটি হয়।
নেত্রকোনা মডেল থানা, জেলা ডিবি পুলিশ, জেলা ট্রাফিক পুলিশের সমন্বয়ে গঠিত মোটরসাইকেল মহড়ায় অংশগ্রহন করেন অফিসার ইনচার্জ জনাব খন্দকার শাকের আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জনাব সালাউদ্দিন কাজল,পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ সোহেল রানা সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মহড়াটি শহর প্রদক্ষিণকালে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করে মাইকে সচেতনতামূলক বার্তা প্রচার করতে দেখা যায়।
উল্লেখ্য,আশঙ্কাজনকহারে কোভিড-১৯ করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় ২৮ জুন (সোমবার) থেকে ১ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। পণ্যবাহী যানবাহন ও রিক্সা ব্যতীত সকল ধরনের গণপরিবহন, মার্কেট, শপিংমল ও পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। সরকারি বেসরকারি অফিস/প্রতিষ্ঠান সমূহে শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করতে হবে। গণমাধ্যম ও জরুরি পরিসেবা লকডাউনের আওতা বহির্ভূত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.