|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে রাজাপুর ফাজিল মাদরাসায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ জুন, ২০২১
ময়মনসিংহের নান্দাইলে রাজাপুর ফাজিল মাদরাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ জুন) দুপর ১২ টায়
রাজাপুর ফাজিল মাদরাসায় বঙ্গবন্ধু ও
মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়। মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো.হাদিউর রহমান বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন,রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক মোহাম্মদ আমিনুল হক বুুলবুল, আরবি প্রভাষক মো.শরীফুল ইসলাম, সহকারী মৌলভী আব্দুল আহাদ,ফজলুল হক,সহকারী শিক্ষক মো.সাঈদ আহমেদ, অফিস সহকারী মো.ফারুক মিয়া,মালি আব্দুল কাদির, নৈশপ্রহরী রোস্তম আলী প্রমুখ।বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করার পর এক সংক্ষিপ্ত আলোচনা ও স্বাধীনতা যুদ্বে আত্নউৎসর্গকারী সকল
শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে
বিশেষ দোয়া করা হয়।
বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনকালে অধ্যক্ষ তাঁর বক্তব্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন,বঙ্গবন্ধু না থাকলে আজকের এই সোনার বাংলা স্বাধীন হতো না, আমরা পরাধীনই থেকে যেতাম। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে কাজ করার জন্য তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সরকারকে সহযোগিতা করার জন্য সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.