|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নেত্রকোণায় ওয়্যার হাউজ ইন্সপেক্টর এর বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০২১
নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ নাজমুল হাসানের বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ উঠেছে।
২২ জুন (মঙ্গলবার) বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ, নেত্রকোণা, জেলা শাখার যুগ্ন আহ্বায়ক, মেসার্স সালেহা এন্টারপ্রাইজ,নেত্রকোণা এর স্বত্বাধিকারী মোঃ মাসুদুজ্জামান মাসুদ, মহা-পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা বরাবরে লিখিত অভিযোগ করেন।
এছাড়াও হাবিবা রহমান খান শেফালী, সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন-১৭, উপ-সহকারী পরিচালক , ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নেত্রকোণা, সিনিয়র স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নেত্রকোণা এবং প্রেসক্লাব নেত্রকোণার সাংবাদিকদের অনুলিপি প্রদান করেন।
মাসুদুজ্জামান দৈনিক বাংলার অধিকার কে বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে অনাপত্তি সনদ নিয়ে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহপূর্বক সুনামের সাথে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি।
এমতাবস্থায় ওয়্যার হাউজ ইন্সপেক্টর নাজমুল হাসান আমার প্রতিষ্ঠানে এসে ফায়ার লাইসেন্স এর কথা বলে ১০ হাজার টাকা চাঁদাদাবি করেন। অন্যথায় প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া সহ নানা হুমকি-ধমকি প্রদান করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নেত্রকোণার উপ-সহকারী পরিচালকের সাথে আঁতাত করে ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ নাজমুল হাসান বড় বড় কর্মকর্তার নাম ভাঙিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ফায়ার লাইসেন্সের কথা বলে বেশি টাকা নিয়ে কম টাকা মাসুল(চালান) দিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চাঁদাবাজি করে আসছে বলেও অভিযোগে প্রকাশ করেন।
এছাড়াও ইন্সপেক্টর নাজমুল হাসান একজন সরকারি কর্মকর্তা হয়েও অফিস এবং অফিসের বাইরে হাফপ্যান্ট পড়ে ঘুরাফেরা করে পরিবেশ নষ্ট করেন।
মেয়েছেলে নিয়ে এলাকায় বসবাস করতে লজ্জাবোধ করেন বলেও অভিযোগ করেন মাসুদুজ্জামান।
এব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে শেখ মোঃ মাহবুবুল ইসলাম, উপ-সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নেত্রকোণা কথা বলতে রাজি হননি।
বিজ্ঞাপন দিন
ইন্সপেক্টর মোঃ নাজমুল হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে মিটিং এ আছেন বলে এড়িয়ে যান, পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ করেননি।
আটপাড়া-কেন্দুয়া থানায় ওয়্যার হাউজ ইন্সপেক্টর হিসেবে দ্বায়িত্বরত ইন্সপেক্টর নাজমুল হাসান নেত্রকোণা সদরে অতিরিক্ত দ্বায়িত্বে রাজস্ব আদায় করতে পারে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহের উপপরিচালক আবুল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে অভিযোগের ব্যাপারে কথা বলতে রাজী হননি। তিনি দৈনিক বাংলার অধিকার কে জানান , যার কাছে অভিযোগ করা হয়েছে উনার সাথে যোগাযোগ করেন।
মোঃ ওয়াহিদুল ইসলাম, উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) জানান, এব্যাপারে অবগত হয়েছেন। এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.