|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম.মোস্তফা সাথে চীনা প্রতিনিধি দলের মতবিনিময়- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০২১
ফেনীর ছাগলনাইয়া পৌরসভা মেয়র এম.মোস্তফা সাথে চীনা প্রতিনিধি দল মতবিনিময় করেন। গতকাল পৌরসভার অফিস কক্ষে চীনা প্রতিনিধি দলের সদস্য মিঃ ভিভিয়ার, ওয়াঙ্গীয়ান ও ইয়ানশিসিয়ার তিন সদস্য প্রতিনিধি দলের সাথে পৌরসভার আধুনিকতার বিষয় কথা হয়।পৌরসভার এলাকায় বর্জ্য ব্যবস্থা, সৌরবিদ্যুৎ এর ব্যবহার, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি ব্যবস্থা নিয়ে প্রতিনিধি দলের সাথে ফলপ্রসু আলোচনা হয়।পৌরসভার বর্জ্যকে কাজে লাগিয়ে নতুন কিছু উদ্ভাবনের ক্ষেত্রে নজর দিয়েছে চীনা প্রতিনিধি দল।
বিজ্ঞাপন
ছাগলনাইয়া পৌর মেয়র এম.মোস্তফা বলেন, বর্জ্য থেকে মানুষের ব্যবহার উপযোগী কিছু তৈরি করা, ছাগলনাইয়া উপজেলা কে আরো আধুনিক করা যেমন আলোকসজ্জা, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি ব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে চীনা একটি কোম্পানি সাথে আলোচনা হয।
বিজ্ঞাপন
তারা প্রাথমিক ভাবে দেখতে ছাগলনাইয়া আসেন, দেখাশোনার পর কোম্পানীর সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.