|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় অবিস্ফোরিত গোলা উদ্ধার- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০২১
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের চম্পকনগর সীমান্তে দক্ষিণ ছয়ঘরিয়া এলাকায় সোমবার (২১ জুন) বেলা ২ঃ৩০ মিনিটে অবিস্ফোরিত থ্রি এনা মর্টারের গোলা পাওয়া গেছে।
বাংলাদেশ সীমান্তের ২১৯৮/১০ এস পিলার সংলগ্ন ছয়ঘরিয়া গ্রামের এক কৃষক ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদের সময় মাটির নিচ থেকে অবিস্ফোরিত গোলাটি উঠে আসে। অবিস্ফোরিত অবস্থায় গোলাটি পাওয়ার পর এলাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় গোলাটি পড়লেও অবিস্ফোরিত অবস্থায় নিচে পড়ে মাটির নিচে ঢেকে যায়। তাৎক্ষণিক খবর পেয়ে চম্পকনগরের বিওপি ক্যাম্প এর বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই এলাকার স্থানীয়দের নিরাপদ এলাকায় সরিয়ে দেয়। এ ব্যাপারে চম্পকনগর বিওপি ক্যাম্প এর কমান্ডার সুবেদার আব্দুল করিম জানান, কুমিল্লা সেনানিবাস থেকে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।চম্পকনগর বিওপি ক্যাম্প এর বিজিবি সদস্যরা অবিস্ফোরিত মর্টারটি ঘেরাও দিয়ে রাখে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.