|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কমলনগরের তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০২১
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সবকটিতেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।তারা হচ্ছেন মির্জা আশরাফুজ্জামান রাসেল তোরাবগঞ্জ ইউনিয়ন তারা হচ্ছেন চরফলকন ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মোশারেফ হোসেন বাঘা, হাজিরহাট ইউনিয়নের মো. নিজাম উদ্দিন
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক জানান, চরফলকন ইউপিতে চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন বাঘা ৭ হাজার ২৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী সাজ্জাদুর রহমান ১ হাজার ১৫৩ ভোট পেয়েছেন।
তোরাবগঞ্জ ইউপিতে নৌকা প্রতীকের মীর্জা আশ্রাফুল জামান রাসেল ৮ হাজার ১১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী ফয়সল আহমেদ রতন পেয়েছেন ৩ হাজার ২৬১ ভোট।
অপরদিকে হাজিরহাট ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী মো. নিজাম উদ্দিন ৮ হাজার ৮১৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রথীকের প্রার্থী আকতার হোসেন মিলন ৩ হাজার ৭৫ ভোট পেয়েছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.