|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
একটি সেতু হলেই বদলে যেতে পারে গ্রামের মানুষের জীবনযাত্রা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০২১
শ্রীনগরে একটি সেতু নির্মান হলেই বদলে যেতে পারে বাড়ৈখালী ১নং ওয়ার্ডের মানুষের জীবনযাত্রা অথচ এমন একটি জনগুরুত্বপূর্ন সেতু নির্মান হচ্ছে না বছরের পর বছর। এই ব্রীজ দিয়ে চলাচল হাজার অধিক মানুষের।
আর কত দিন অপেক্ষা করতে হবে সেতুটির জন্য তা জানা নাই কারো।
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মানুষ চলা-চলের সেতু না থাকায় জনদুর্ভোগ পড়েছে এলাকার সাধারণ মানুষ।
সেতু হয়ে গেলে পণ্য সরবারহে ভাড়া লাগবে কম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সেলিম চেয়ারম্যানের বাড়ি হতে দক্ষিণ হাটি কাঠের পুল, পুল পার হয়ে মৃত জালাল ডাক্তারের বাড়ি হয়ে শরীফের মুদি দোকান পর্যন্ত রাস্তা।
সেই রাস্তার চলাচলে দূর্বিসহ হয়ে যায়।
সাথে সেতু না থাকায় এতে করে গন্তব্যে পৌছাতে সময় লাগে বেশি।
সেতু না থাকায় অনেক সময় মুমূর্ষু রোগীদের হাসপাতালে নেওয়ার আগে পরতে হয় ভোগান্তি তে।
সাধারন জনগনের সাথে কথা বলে জানা জায় তারা দীর্ঘদিন যাবৎ দাবি করে আসছে এই সেতু ও এর সাথে চলার রাস্তাটির জন্য।
বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম তালুকদার বলেন, সেতুটির জন্য আবেদন করা হয়েছে। দ্রুত ব্যবস্থা করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.