সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া পৌরসভার প্যানেল মেয়র-১ ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সি নুর হোসেনকে হত্যা চেষ্টার অভিযোগে ১৭জুন বৃহস্পতিবার ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বড় ভাই মুন্সি আবুল হোসেন।
অভিযোগ সূত্রে জানাযায়, ১২ জুন রাতে মোকামিয়া রাস্তার মাথায় কে বা কাহারা হত্যার উদ্দেশ্যে মুন্সি নুর হোসেনের উপর হামলা করে। এতে তার মাথায় ও মুখে রক্তাক্ত জখম হয়।ছাগলনাইয়া পৌরসভার প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সি নুর হোসেন (৪৫) ১২জুন শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
উল্লেখ্য ছাগলনাইয়া পৌরসভার প্যানেল মেয়র ও পূর্ব ছাগলনাইয়া ৯নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সি নুর হোসেন ১২জুন শনিবার রাত ১১টায় মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে মোকামিয়া নামক এলাকায় পৌঁছলে তামিম (২০) নামের এক পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেয়ার পর তাকে আশংকাজনক অবস্থায় চট্রগ্রাম একটি প্রাইভেট হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় এবং পরবর্তীতে ঢাকায় একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, মুন্সী নুর হোসেনের বড় ভাই মুন্সি আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা করেছেন। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।