|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া ঘোপাল তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সোহেল পারভেজ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ জুন, ২০২১
ফেনীর ছাগলনাইয়া ১০ নং ঘোপাল ইউনিয়ন তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল (ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম) সোহেল পারভেজ। বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ১১ টায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সোহেল পারভেজ পরিদর্শনে আসলে ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শাহীন মিয়া ফুলেল শুভেচ্ছা জানান। এসময় ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম ও নবনিযুক্ত ওসি (তদন্ত) কাজী রফিক আহমেদকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিদর্শন শেষে ঘোপাল তদন্ত কেন্দ্রের কর্মরত পুলিশ সদস্যদের সাথে আইনশৃংখলা সার্বিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সোহেল পারভেজ।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সোহেল পারভেজ দৈনিক বাংলার অধিকারকে জানান, ঘোপাল ইউনিয়নকে চুরি, ডাকাতি, সন্ত্রাস, মাদকমুক্ত রাখতে ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ঘোপাল ইউপি চেয়ারম্যান এফ.এম আজিজুল হক মানিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মহসিন আলী, তদন্ত কেন্দ্রের এসআই ছায়েদুর রহমান পিপিএম, এসআই এনামুল হক, এএসআই মাঈনুল ইসলাম, আলমগীর হোসেন, মুন্সী সাইফুল ইসলাম প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.