সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলা ৯ নং শুভপুর ইউনিয়নের পূর্ব জয়পুর হাসান আলী মুন্সি বাড়ীর দুই বাসিন্দায় মঙ্গলবার (১৫ জুন) ছাগলনাইয়া থানা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন। মৃত জাফর উল্যাহ ছেলে নাছির উদ্দীন স্বপন (৩৫) বাদী হয়ে মোঃ আলাউদ্দিন'র ছেলে মোঃ রাজু (২০) এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্র সুত্রে জানা যায়, মোঃ রাজু একজন চিহ্নিত মাদক কারবারি ও মাদকাসক্ত অভিযোগের ভিত্তিতে আরো জানাযায়, মঙ্গলবার (১৫ জুন) ভোর আনুমানিক ৪ টায় মোঃ রাজু মাদকাসক্ত অবস্থায় নাছির উদ্দীনের বসত ঘরে কৌশলে প্রবেশ করে তার স্ত্রী গায়ে হাত দেয় এবং একপর্যায়ে তার স্ত্রী কে জড়িয় ধরার চেষ্টা করেন। এসময় ভুক্তভোগীর আত্ম চিৎকারে ঘরের সবাই একজোড় হয়ে ধাওয়া করলে রাজু পালিয়ে যায়। সকালে রাজু প্রতিহিংসা পরায়ন হয়ে নাছির উদ্দীন পরিবারকে ক্ষতি করবে বলাতে, এই মর্মে থানা হাজির হয়ে অভিযোগ পত্র দায়ের করেন নাছির উদ্দীন।
অপরপক্ষে একই বাড়ির মোঃ আলাউদ্দিন'র ছেলে আশরাফ উদ্দিন রাজু (২৮) বাদী হয়ে ডাঃ ফশিরুল ইসলামের তিন সন্তান'র বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। বিবাদীগন হলেন মোঃ ফরহাদ (৩০), মোঃ জহির (৩২), কপিল উদ্দিন (৩৫)। রাজুর অভিযোগ পত্র সুত্রে জানাযায়, সকাল আনুমানিক ৯.০০ টায় সময় বিবাদীগন তাদের সহযোগী অজ্ঞাতনামা ২/৩ জন সহ পূর্ব পরিকল্পিতভাবে বেআইনি ভাবে দলবদ্ধ হয়ে লাঠিসোটা, লোহার রড, দা ছুরি নিয়ে আমার বসত ঘরে হামলা করে। প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন।
এবিষয়ে জানতে চাইলে ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম দৈনিক বাংলার অধিকারকে জানান, উভয় অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।