সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলা চত্বর থেকে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই নামে এক বয়স্ক লোকের মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১১ টায় উপজেলা চত্বর থেকে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই'র গাড়িটি চুরি হয়ে যায়। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই জানান, সকাল সাড়ে ১১ টা উপজেলা একটি কাজের জন্য আসলে চত্বরে গাড়িটি রেখে উপরে যাওয়া মাত্র চোরের দল আমার মোটর সাইকেল (পালসার ১৫০ সিসি) যার নং- ফেনী ল ৫২৬৪ নিয়ে যায়। অপরদিকে স্থানীয়রা জানা, এর আগেও পৌর শহরের নিউ মার্কেট, মীর শপিং কমপ্লেক্স, মধ্যম বাজার ভিতর গলি, ইসলাম প্লাজার সামনে থেকে অনেক মোটরসাইকেল চুরি হয়েছে।মোটর সাইকেল সংঘবদ্ধ চোরের সক্রিয় দল এখনো সক্রিয় আছে বলে মত প্রকাশ করেন স্থানীয়রা।
এই বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী জানান, উপজেলার সামনে থেকে চোরের দল কিভাবে মোটর সাইকেল চুরি করে নেওয়ার দুঃসাহস দেখায় আমি বোধগম্য নই। আমি তাৎক্ষনিক ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলামকে জানালে তিনি এসআই আবু নোমানকে ঘটনাস্থলে পাঠায়।
ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান, সিসিটিভি ভিডিও ফুটেজ দেখে চোরের দলকে সনাক্তের কাজ প্রক্রিয়াধীন চলছে। অচিরে গাড়ি সহ মোটরসাইকেল সংঘবদ্ধ চোরের দলকে ধরার জন্য আমাদের পুলিশ সদস্যরা মাঠে কাজ করা শুরু করে দিয়েছে।