আহসান হাবীব স্টাফ রিপোর্টার
শুক্রবার (১১ জুন ) রাত ৮ঘটিকায় লক্ষীপুর জেলার রায়পুর মেইন সড়কে RFC চাইনিজ রেষ্টরেন্টে ”দৈনিক দেশের কণ্ঠ”পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রায়পুর প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুল আলম মিন্টুর সভাপতিত্বে
দৈনিক জনতা রায়পুর উপজেলা প্রতিনিধি ও রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মাসুদ হোসাইনের সঞ্চালনায় দেশের কণ্ঠের রায়পুর উপজেলা প্রতিনিধি মাহমুদ সানির সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস,
রায়পুর পৌরসভা ১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আবু নাসের বাবু ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ইউসুফ হোসেন (বি.এস.এস) ২নং চর বংশী ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ ইউসুফ, রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঢালী, মাই টিভির লক্ষীপুর জেলা প্রতিনিধি জুয়েল চৌধুরী, রায়পুর উপজেলা যুগান্তর প্রতিনিধি তোবারক হোসেন আজাদ, রায়পুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহির উদ্দিন খান ,সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু মুসা মোহন,সাবেক যুবলীগ নেতা মোঃ মাসুদ ,রায়পুর রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আখতার হোসেন খান, জসিম উদ্দিন ,সাংগঠনিক সম্পাদক এস এম জাকির হোসেন সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রায়পুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সোহেল হোসেন, রায়পুর রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক জুবায়ের হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সাথী আক্তার, রায়পুর রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় দৈনিক দেশের কণ্ঠকে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, দৈনিক দেশের কণ্ঠ পত্রিকা একদিকে যেমন জনমানুষের জীবন সঙ্কটের খবর পাঠক সমাজের সামনে সাবলীল ভাবে তুলে ধরে, তেমনই দেশের স্বার্থে বহু অসংগতির খবর দেশের কণ্ঠের সংবাদ কর্মীদের সাহসী কলমে উঠে আসে। রায়পুরসহ দেশের চলমান উন্নয়নে আগামীতেও দেশের কণ্ঠ দেশ মানুষের সঙ্গে থাকবে ও তাদের সাহসী ভূমিকা অব্যাহত থাকবে। বিশ্বায়নের যুগে বস্তুনিষ্ঠ তথ্য বা সংবাদ পরিবেশন করে দৈনিক দেশের কণ্ঠ আমাদের আশা পূরণ করে চলেছে।
দেশের কণ্ঠের উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।
এর আগে রায়পুর রিপোর্টার্স ইউনিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
ইউনিটির সভাপতি পীরজাদা মাসুদ হোসাইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহি উদ্দিন মিলনের সঞ্চালনায় সকল সদস্যদের উপস্থিতিতে মাসিক মিটিং অনুষ্ঠিত হয়।
উক্ত মিটিং এ বিভিন্ন জরুরী বিষয়ে আলোচনা হয়।
সব শেষে সভাপতি পীরজাদা মাসুদ হোসাইন সকল সদস্যকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান ও ধন্যবাদ জানিয়ে সভার কাজ শেষ করেন।