|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাস আল খাইমাহ আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ জুন, ২০২১
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ইউ.এ.ই প্রাদেশিক কমিটি রাস আল খাইমাহ যুবলীগের বর্ধিত আয়োজন করা হয়। যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ হারুন ভাইয়ের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ আজিমুদিনের সঞ্চলনায় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ইউ.এ.ই কেন্দ্রীয় কমিটি যুবলীগের ভারপ্রাপ্ত সমানিত সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউ.এ.ই কেন্দ্রীয় যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফি,
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ.এ.ই কেন্দ্রীয় যুবলীগের সহ-সভাপতি লড়াকু সৈনিক তাজ উদ্দিন , ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, দপ্তর সম্পাদক মোঃ মোহাম্মদ মিজান,।
সভাপতির বক্তব্য বলেন রাস আল কাইমা যুবলীগের উথানের গল্প অনেকেরই জানা আছে আমরা শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনৈতি করি আমাদের কোন সরজন্তকারী বাধা দিয়ে ধমিয়ে রাখতে পারবেনা। ইউ,এ,ই এর মধ্যে রাস আল কাইমা যুবলীগে কখনোই কারে কাছে মাথানত করেনি কখনও করবেনা, জেনে রাখবেন যুবলীগ একটি শক্তিশালী সংগঠন। তিনি জানান আগামী ২৮ / ২৯ তারিখের মধ্যে সম্মেলন করা হবে বলে দৈনিক বাংলার অধিকার কে জানান।
মোহাম্মদ তাজউদ্দিন তার বক্তব্য বলেন দেশের করোনা পরিস্থিতি নিয়ে এখনও রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ রক্ষাকরে চলেছি আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কর্মী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ, কখনও পিছে পা দেয়নি,আজ এই নেতৃত্বকে ধরে রেখেছি, আজ এই সভায় যারা উপস্থিতি হয়েছেন আওয়ামী যুবলীগের নেতৃত্বে সুযোগ পাবেন।৷ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতারা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আবুধাবী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আবু তৈয়ুব,মান্জুরুল আলম রাসেল, রাস আল খাইমাহ যুবলীগের যুগ্ন আহ্বায়ক মাহাবুব আলম, রাস আল খাইমাহ আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য রন্জিত শীল, সদস্য মোহাম্মদ জসিম, সদস্য মোহাম্মদ রায়হান, সদস্য সালেহ আহমেদ , নাজিমউদ্দীন,সদস্য টিটু দেওয়ান, সদস্য আলম দেওয়ান,এস ডি স্বপন, সদস্য মোহাম্মদ দিহান, সদস্য আশীষ শীল,,বাসুদে, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.