|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
৩০০ অডিশন থেকে প্রত্যাখ্যান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ জুন, ২০২১
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত রানি মুখার্জি অভিনীত ‘মর্দানি’ ছবিতে প্রথমবার মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাহির ভাসিনকে।
'মর্দানি' ছবিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। শীঘ্রই তাকে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে কপিল দেবের বায়োপিক 'এইট্টি থ্রি'তে দেখা যাবে।
কিন্তু ইন্ডাস্ট্রিতে তাহিরের জার্নিটা কেমন ছিল? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, প্রথম দিকে মুম্বই গিয়ে ৩০০ বার অডিশন দিয়ে ব্যর্থ হয়েছিলেন তিনি।
চোখে অনেক স্বপ্ন নিয়ে মুম্বইয়ে এসেছিলেন তিনি। প্রায় তিন মাস পর বাড়ি ভাড়া করতে পেরেছিলেন।
ছবি এবং বিজ্ঞাপন মিলিয়ে ৩০০ বার অডিশন দিয়েছিলেন এবং ব্যর্থ হয়েছিলেন। ২০১২ সালে 'কিসমত লভ পয়সা দিল্লি', ২০১৩ সালে 'কাই পো চে', ২০১৪ সালে 'ওয়ান বাই টু'-এ অভিনয় করার সুযোগ পান।
তবে সেইসব ব্যর্থতা থেকে যা শিখেছিলেন ‘মর্দানি’র অডিশনে নিজেকে উজার করে দিয়েছিলেন বলে গণমাধ্যম কে জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.