|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জে শ্রীনগরে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রে চুরি
প্রকাশের তারিখঃ ১১ জুন, ২০২১
শ্রীনগরে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার( ১০ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের আটপাড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
আটপাড়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রের কর্মরত শাহনুর বেগম জানান, পরিবার কল্যান কেন্দ্রটি প্রতিদিনের ন্যায় বুধবার বিকেলে তালাবদ্ধ করে নিজ নিজ বাড়ী চলে যাই।
পরেরদিন সকালে স্বাস্থ্য কেন্দ্রের বাথরুমে পানি না থাকায় মটর ছাড়েন। কিন্তু মটরে পানি না উঠায় মটর রাখার ষ্টোর রুমে গিয়ে দেখে মটর নাই। কে বা কাহারা ষ্টোর রুমের জানালার গ্রিল ভেঙ্গে ৫ হাজার টাকা মুল্যের একটি মটর, দেড় হাজার টাকার মুল্যের একটি গ্যাসের চুলা চুরি করে নিয়ে যায়।
এব্যাপারে আটপাড়া স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রের কর্মরত এফ পি আই রমজানের কাছে জানার জন্য কয়েক বার তার ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন দিয়ে ফোনটি বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে আটপাড়া স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রের এফ ডব্লিউ ভি শাহনুর বেগমের কাছে জানতে চাইলে তিনি চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমি বীরতারা কেন্দ্রের দায়িত্বে আছি। সপ্তাহে বৃহস্পতিবার এ কেন্দ্রে ভিজিট এ আসি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.