|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ভারতে ২৪ ঘণ্টায় ৩৪০৩ জনের মৃত্যুর খবর-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ জুন, ২০২১
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৩৪০৩ জনের মৃত্যু ।
আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৭০২ জন। শুক্রবার (১১ জুন) ভারতীয় গণমাধ্যমকে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯১ হাজার ৭০২ জন শনাক্ত করা হয়েছে।
গত কয়েক দিন ধরে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাখের নিচে রয়েছে। একই সময় মারা গেছেন ২৭৯৫ জন। এছাড়া দেশটিতে এখন আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ৪০ জন। এখন মারা গেছেন ৩ লাখ ৬৬ হাজার ৫০০ জনের মতো।
এর আগে ১১ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪২০০ জনের মৃত্যু হয়। গত ৭ এপ্রিল ৪১৯৪ জনের মৃত্যু হয়।
সবমিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৫০০ জনের।
এছাড়া ৬ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজার ৪৩৩ জন শনাক্ত করা হয়।
এটি এখন দেশটি সর্বোচ্চ শনাক্ত।
গত ৫ মে ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন শনাক্ত হয়। সবমিলিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ৪০ জনে দাঁড়িয়েছে বলে জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.