গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য"তাই খবর পেয়ে একটি অসহায় পরিবারের মনে সাহস জোগাল এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেন।জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ মোঃ মঞ্জুরুল হাফিজ এর মহানুভবতায় এক মুচি'র চিকিৎসার ব্যবস্থা হলো।তার বর্তমান ঠিকানা গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর খাড়িপাতা গ্ৰামের শ্রী দেবেন রবি দাসের ছেলে শ্রী বিরেন রবি দাস (৪০)।আজ বৃহস্পতিবার (১০ জুন) বাদ মাগরিব বংপুর বাজার থেকে চা খেয়ে ভ্যানযোগে বাড়ির উদ্দেশ্যে সে রওনা হলে রাস্তায় একটি ছাগল বাঁচাতে গিয়ে ভ্যানটি রাস্তার পাশে উল্টে যায়। এবং ভ্যানটি তার পায়ের উপরে পড়ে গিয়ে বাম পায়ের গোড়ালী ভেঙ্গে যায়। স্থানীয়রা গোমস্তাপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফায়ার সার্ভিস ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেকে রেফার করে।কিন্তু পেশায় সে মুচি,দিন আনে দিন খাই।কোন রকমে খেয়ে না খেয়ে তার সংসার চলে। অ্যাম্বুলেন্সের ভাড়া ও চিকিৎসার খরচ বহন করার মত তার কাছে কোন অর্থ ছিল না।চিকিৎসা করাতে পারবে না বলে জরুরী কক্ষে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি ও তার স্ত্রী।এই খবরটি স্থানীয় সাংবাদিকরা জানতে পেরে তৎক্ষণাৎ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ এর সাথে যোগাযোগ করেন। এবং তার চিকিৎসার ব্যবস্থা গ্ৰহন করেন।
খবরটি জেলা প্রশাসক মহোদয় জানতে পেরে তৎক্ষণাৎ একটি গাড়িতে করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠাতে বলেন এবং রোগীর চিকিৎসার খরচ জেলা প্রশাসক মহোদয় সম্পন্ন বহন করবেন বলে তিনি জানান।
আহত ব্যক্তির আত্নীয় প্রদীপ কুমার দাশ বলেন, আমরা রাত ১২টার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স সংযোগে পৌঁছেছি এবং জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি জানালে তিনি ব্যবস্থা গ্রহণ করেন। কিছুক্ষণ পর স্যারের লোক এসে আমাদের রোগীকে জরুরি বিভাগে ভর্তি করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আমরা স্যারের প্রতি কৃতজ্ঞ এই দুর্দিনে স্যার আমাদের এত কাছে আসবে আমরা তা ভাবতে পারেনি। এখানে সংবাদকর্মীদেরও বিশেষ অবদান রয়েছে তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ।
এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ জানান, ওই আহত ব্যক্তিকে স্থানীয় কোন ইউনিয়ন চেয়ারম্যান কিংবা নেতাকর্মী কোন ব্যবস্থা গ্ৰহন করেছেন কি না জানতে চান।তিনি তৎক্ষণাৎ চাঁপাইনবাবগঞ্জে একটি গাড়িতে করে পাঠিয়ে দিতে বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।