|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ইতিহাসের পাতায় পুনরাবৃত্তি ঘটালেন বাইডেন-জনসন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ জুন, ২০২১
সফরে আছেন বর্তমানে যুক্তরাজ্যের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বৃহস্পতিবার বৈঠক হয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে। আজ শুক্রবার শুরু হচ্ছে জি সেভেন।
এই সফরে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলো! গত বৃহস্পতিবার যুক্তরাজ্যে ১৯৪১ সালের স্মৃতি ফিরিয়ে আনলেন বাইডেন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
এবং সই করলেন আটলান্টিক চার্টার। বিশ্বযুদ্ধকালে যা প্রথম সই করেছিলেন চার্চিল ও রুজভেল্ট। খবরটি প্রকাশ করেন ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার যুক্তরাজ্যে শুরু হচ্ছে জি সেভেন সামিট,এর আগের দিন বৃহস্পতিবার সেখানে পৌঁছান বাইডেন।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে এটাই তার প্রথম বিদেশ সফর। কর্নওয়ালে বৃহস্পতিবার জনসন ও বাইডেন প্রায় এক ঘণ্টার বৈঠক শেষ করেন। বৈঠক শেষে দুই রাষ্ট্রপ্রধানই জানিয়েছেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে আরও হবে বলে জানান।
আটলান্টিক চার্টার সই করার পাশাপাশি রাশিয়া, চীন নিয়েও কথা হয়েছে বলে জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.