|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কক্সবাজার জেলার পৌর হিন্দু মহাজোট এর সম্মেলন অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ জুন, ২০২১
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত কক্সবাজার পৌর হিন্দু মহাজোট কমিটি গঠনের সম্মেলন গত ৪/৬/২১ইং অনুষ্ঠিত হয়েছে।
সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী বাড়ি প্রাঙ্গণে সকাল ১১.৩০ ঘটিকায় এ মহতী সম্মেলনে প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন সাবেক পৌর মহাজোট এর যুগ্ম-আহবায়ক শ্রী প্রতাপ শর্মা, সঞ্চালনায় ছিলেন সাবেক সদস্য সচিব শ্রী বিবেক পাল।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কক্সবাজার জেলা শাখার সম্মানিত আহবায়ক শ্রী বুলবুল তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব শ্রী মিন্টু দত্ত, যুগ্ম আহবায়ক শ্রী ছোটন ধর, জেলা মহাজোট সমন্বয়ক শ্রী অসীম কুমার দে, রামু উপজেলা হিন্দু মহাজোট এর আহবায়ক শ্রী প্রদীপ ভট্টাচার্য,
উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা রাম নবমী উদ্ যাপন পরিষদ সভাপতি শ্রী সুবীর চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রী শ্রীমন্ত পাল সাগর। সনাতনী সম্প্রদায়ের অন্যতম প্রিয় মুখ ও সংগঠক এবং সমাজ সেবক শ্রী
স্বপন গুহ।
এ সময় কক্সবাজার জেলা হিন্দু ছাত্র মহাজোট পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবীর চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রী রাসেল দে প্রমুখ।
সম্মেলনের আনুষ্ঠানিক নীতির প্রথমার্ধে সকলের অংশগ্রহণে পবিত্র বেদ থেকে ওঁ মন্ত্র জপ, গায়ত্রী মন্ত্র ও বিশ্ব শান্তি মন্ত্র পাঠ করেন শ্রী অসীম কুমার দে।
এসময়ে সংগঠন সমন্ধে সাংগঠনিক বক্তব্য রাখেন
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর যুগ্ম আহবায়ক শ্রী ছোটন ধর, সমন্বয় শ্রী অসীম দে, সদস্য সচিব শ্রী মিন্টু দত্ত, রামু উপজেলা মহাজোট সভাপতি প্রদীপ ভট্টাচার্য, বিশিষ্ট সংগঠক স্বপন গুহ, প্রধান অতিথি শ্রী
বুলবুল তালুকদার প্রমুখ।
এ সময় সভার সর্বসম্মতিক্রমে পৌর মহাজোট সাবেক আহবায়ক কমিটির বিলুপ্তি ঘোষণার মাধ্যমে, ২য় অধিবেশন কক্সবাজার পৌর মহাজোট গঠনকল্পে শুরু হয় পৌর মহাজোট এর অানুষ্ঠানিক সম্মেলন।
এ সময় সভার সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা হিন্দু মহাজোট এর সম্মানিত আহবায়ক শ্রী বুলবুল তালুকদার এবং সঞ্চালন করেন সদস্য সচিব শ্রী মিন্টু দত্ত।
উপস্থিত ১২ টি পৌর ওয়ার্ডের নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক মতপ্রকাশের মাধ্যমে ও সর্বজন বিদীত গ্রহণযোগ্য এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন স্বরূপ কক্সবাজার পৌর হিন্দু মহাজোট এর সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা জন্মাষ্টমী উদ্ যাপন পরিষদ এর সাবেক সফল সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ পাল, নির্বাহী সভাপতি শ্রী মিন্টু দাশ, সাধারণ সম্পাদক শ্রী বিবেক পাল, সাংগঠনিক সম্পাদক শ্রী সুমন কান্তি দে, অর্থ সম্পাদক শ্রী তাপস চক্রবর্তী, দপ্তর সম্পাদক শ্রী বাপ্পি দত্ত, প্রচার সম্পাদক শ্রী সঞ্জয় দে প্রমুখ।
এসময় সভায় উপস্থিত ছিলেন শ্রী শুভ মজুমদার, শ্রী তাপস পাল, শ্রী সবুজ দাশ, শ্রী রুবেল দে, শ্রী শুভ দাশ, শ্রী অনিক চক্রবর্তী, চন্দন কান্তি দে, শ্রী রাকভি বর্ণিক,শ্রী মিশন ঘোষ, শ্রী আকাশ দে, শ্রী নয়ন দাশ, শ্রী নয়ন হরিজন, শ্রী সৈকত দে, শ্রী সুজন দাশ, শ্রী রানা দাশ, শ্রী বিজয় দে, শ্রী কৃষ্ণ কিশোর ধর, শ্রী পার্থ দে, শ্রী কাজল কান্তি দে, শ্রী নয়ন চৌধুরী, শ্রী বিকাশ কান্তি শীল, শ্রী সুমন কান্তি দে, শ্রী রুবেল দাশ, শ্রী সনজিত, শ্রী সুজন কান্তি দে, কিশোর শর্মা, শ্রী বিনয় কুমার দে, শ্রী আকাশ দেব নাথ, শ্রী রাখাল কর্মকার, শ্রী দোলন কান্তি দাশ প্রমুখ।
সভায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর
সংখ্যালঘু সুরক্ষার জন্য সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও প্রজ্ঞাপনের জারির মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরীহ দের ডিজিটাল নিরাপত্তা আইন থেকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানানো হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর পক্ষ থেকে উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রতি রইলো গৈরিক শুভেচ্ছা ও আগামীর জন্য অনেক অনেক শুভকামনা।
শুভেচ্ছান্তেঃ
রনি রাজবংশী
প্রচার সম্পাদক
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট
কেন্দ্রীয় কমিটি
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.