সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৫ নং মহামায়া ইউনিয়ন পরিষদ বিট পুলিশিং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (৫ জুন) সকাল সাড়ে ১১ টায় পরিষদ প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়। মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী'র সভাপতিত্বে ও ছাগলনাইয়া থানা সেকেন্ড অফিসার মুনিরুল ইসলাম'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম) সহকারী পুলিশ সুপার (সার্কেল) সোহেল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, ইউনিয়ন জাসদ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউপি সদস্য নুরুল করিম চৌধুরী সবুজ, মামুনুল হক পাটোয়ারী, জয়নাল আবেদীন নশু ও মহিলা সদস্য আয়েশা আক্তার।
প্রধান অতিথি সার্কেল সোহেল পারভেজ তাঁর বক্তব্য বলেন, পারিবারিক ও সামাজিক ভাবে যদি সচেতন হই তাহলে সকল অপরাধ নির্মূল করা সম্ভব। তাই সকল অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পুলিশকে সহযোগিতা করুন।
বিশেষ অতিথি ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী যত বড় হোক ছাগলনাইয়া থানা পুলিশ ছাড় দিবে না। ধর্ষণ, নারী নির্যাতন, ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ, কিশোর অপরাধ রুখতে পুলিশ প্রসাশনকে সহযোগিতার আহবান জানান। তিনি আরো বলেন, অপরাধী যতই শক্তিশালী হোক তাদের চোখ উপড়ে ফেলা হবে।
আলোচনা সভায় অন্যন্য ইউপি সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।