|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গোমস্তাপুরে করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪র্থ দিনের মত মাঠে কাজ করছে যুবলীগ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ জুন, ২০২১
৭দিন ব্যাপী চাঁপাইনবাবগঞ্জ জেলায় যুবলীগের আয়োজনে তৃতীয় দিনের মত করোনা সচেতনতা বৃদ্ধিতে ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে।লকডাউন কার্যকরে প্রশাসনের পাশাপাশি কাজ করে যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।আজ শুক্রবার(০৪ জুন )বিকেলে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দোকানপাট,পথচারী ও বিভিন্ন পেশার মানুষের মাঝে বোয়ালিয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার।আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু,বোয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলী সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিষয়টি নিয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল,সহ-সম্পাদক মো.কামরুল হাসান লিংকন ভাইয়ের নির্দেশে সাত দিনব্যাপী কর্মসূচির আওতায় ৪র্থ দিনের মত আমরা করোনা সচেতনতা বৃদ্ধিতে বোয়ালিয়া ইউনিয়নে ফ্রি মাস্ক বিতরণ করেছি। যেহেতু চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা সংক্রমণ বেড়ে চলেছে তাই আমাদের আরো সচেতন হতে হবে।তাই সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেছি এবং বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.