|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজাপুর হাসপাতালে প্রতিবন্ধি মা হলো, বাবা হলো না কেউ -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ জুন, ২০২১
ঝালকাঠি জেলার রাজাপুর হাসপাতালে সকাল ৮টায় নরমাল ডেলিভারিতে বুদ্ধি প্রতিবন্ধি লাইজু বেগমের (৩২) একটি নিষ্পাপ পুত্র সন্তানের জন্ম দেয়। লাইজু আঙ্গারিয়া গ্রামের ভুমিহীন চরের বাসিন্ধা। বাবা, মা ভাই-বোন ও স্বামীহীন বুদ্ধি প্রতিবন্ধি লাইজুর সন্তান সম্ভাবা হওয়ার বিষয়টি জানতে পেরে গত বুধবার (২জুন) কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে গেলে রোজিনা বেগম নামে এক আ.লীগ নেত্রী বিষয়টি ধাঁমাচাপা দেয়ার চেষ্টা চালায়। এসময় সাংবাদিকরা উপজেলা প্রশাসনকে জানালে তাদের হস্তক্ষেপ ও স্থানীয় নারী ইউপি সদস্যের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয়রা জানায়, জন্মগত ভাবেই কিছুটা বুদ্ধি প্রতিবন্ধি লাইজুর প্রায় ১০ বছর আগে উপজেলার ভাতকাঠি এলাকায় একটি বিয়ে হলে সেখানে একটি ৬ বছরের ছেলে সন্তান রয়েছে। সন্তান হওয়ার কিছু দিন পর স্বামী তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করলে লাইজু বেগম সেই থেকেই বেশি ভারসাম্যহীন হয়ে পরে। লাইজুর সহায়-সম্ভলহীন বাবা-মা ভুমিহীনে বসবাস করতো। তবে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন নারীর কাছে শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
উপজেলা টিএইচও ডা: আবুল খায়ের মাহমুদ রাসেল জানান, বুদ্ধি প্রতিবন্ধি লাইজুকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ইউএনও মোঃ মোক্তার হোসেন জানান, বুদ্ধি প্রতিবন্ধি লাইজু বেগমকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে একটু সুস্থ্য হলে তার সাথে কথা বলে আইনগত যথাযথ ব্যবস্থা প্রদান করা হবে বলে জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.