|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ই-কমার্স প্ল্যাটফর্মকেও উৎসে কর প্রধান করতে হবে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ জুন, ২০২১
ই-কমার্স খাতকেও উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ হিসেবে সংজ্ঞায়িত করতে প্রস্তাব করা হয়েছে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে।
এর ফলে ই-কমার্স খাতের জন্য নেতিবাচক প্রভাব দেখছেন সংশ্লিষ্টরা। আহ বৃহস্পতিবার (৩ মার্চ) জাতীয় সংসদে দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এই বাজেটে দেশব্যাপী কর জাল বিস্তারের অংশ হিসেবে ই-কমার্স প্ল্যাটফর্মকে উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ হিসেবে সংজ্ঞায়িত করার প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী।
এর ফলে কোনো পণ্য বা সেবা ই-কমার্স প্ল্যাটফর্মে আসার সময় তার উৎস থেকে কর কেটে রাখা হবে সেই প্ল্যাটফর্ম।
আর্থিক অন্তর্ভুক্তি, অর্থনীতির আনুষ্ঠানিকীকরণ ও করনেট তথা কর জাল সম্প্রসারণকে জাতীয় অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে অভিহিত করেন অর্থমন্ত্রী।
এ লক্ষ্যে পাঁচটি প্রস্তাব পেশ করেন তিনি, যার একটি হচ্ছে ই-কমার্সকে উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ হিসেবে ঘোষণা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.