|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মিয়ানমারে ৮০ সেনা নিহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ জুন, ২০২১
বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে মিয়ানমারের অন্তত ৮০ সেনা সদস্য নিহত হয়েছে।
বিদ্রোহী গোষ্ঠীটির বরাতে সংবাদ মাধ্যম মিয়ানমার নাউ’টিভি চ্যানেলে এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, গত সোমবার মিয়ানমারের কায়াহ রাজ্যের দেমোসো শহরে কাছে এই ঘটনা ঘটে। কারেন জাতীয় প্রতিরক্ষা বাহিনী (কেএনডিএফ)সুএে জানায়, মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের পর তারা ৬০ মিলিমিটার মর্টার লঞ্চার এবং প্রায় ২০টি হালকা অস্ত্র জব্দ করেন।
বেসামরিক যোদ্ধাদের সমন্বয়ে শান রাজ্যের পেখন শহরসহ কারেন এলাকায় ‘কারেন বিদ্রোহীদের’একটি জোট গঠিত।
এই অঞ্চলজুড়ে অধিক স্বায়ত্তশাসনের দাবিতে মিয়ানমারের নৃগোষ্ঠীগত এই বিদ্রোহীরা সক্রিয়। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান জারি হওয়ার পর থেকে বিদ্রোহীদের সঙ্গে জান্তার সংঘর্ষ বেড়েছে চলেছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.