|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে নিয়মনীতির কোন তোয়াক্কা না করে চলছে নসিমন -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ জুন, ২০২১
ঠাকুরগাঁও পীরগনজ মঙ্গলবার বিকালে এক গরু বহনকারী নসিমন ভটভটি গাড়ি হরিপুর উপজেলার জাদুরানী হাট থেকে ফেরার পথে পীরগঞ্জ উপজেলার ভাঙা ব্রিজ পীরগঞ্জ ঠাকুরগাঁও রোডে গরু নামানোর প্রাক্কালে দেখা যায় নসিমনের ছাদের উপরে ছয়জন যাত্রী নিয়ে গরু বোঝাই নসিমন নিয়ে ছুটে চলছে বিভিন্ন হাট বাজারে।
[video width="640" height="368" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2021/06/received_229906501905991.mp4"][/video]
এবিষয়ে এক গরু ব্যাবসায়ীর সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান দূর থেকে ব্যাবসা করছি যদি নিসমনের ছাদে উঠে না আসি তাহলে যাতায়াতে অনেক টাকা ভাড়া লাগবে। তাই আমরা গরুবোঝাই গাড়ীতেই ছাদে উঠে আসছি।
এ বিষয়ে সুশীল সমাজের ব্যাক্তি বর্গ জানায় নসিমনের ছাদের উপরে যাত্রী যাওয়া কোন ক্রামাগত কারনেই।
উল্লেখ্যঃ ঠাকুরগাঁওয়ের পাঁচটি উপজেলায় চলছে নিয়মনীতি না মেনেই চলছে নসিমন ও ভটভটি গাড়ি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.